মালয়েশিয়াগামী ট্রলার ডুবি: ২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত এক শিশু ও তিন রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2022, 10:46 AM
Updated : 5 Oct 2022, 10:46 AM

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে কক্সবাজারের টেকনাফ থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে।

বুধবার রাতে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির এসআই হুসনে মুবারক বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার হাসান আলীর ছেলে মো. শহিদ উল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।

মামলায় উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. রশিদ (২৬) ও মো. শরীফ (২০), মহেশখালী কুতুবজুম গ্রামের বাসিন্দা মো. সেলিম (২৪) ও কোরবান আলী (৩৪), ঈদগাঁর হাজিপাড়ার মো. আবদুল্লাহ (২০), টেকনাফের কাটাবনিয়া এলাকার শহীদ উল্লাহকে (২৮) গ্রেপ্তার দেখানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়াদের মধ্যে ছয় জনকে গ্রেপ্তার দেখিয়ে মামলা রুজু করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

তিনি আরও বলেন, “আটকরা প্রাথমিকভাবে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদেরকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

মঙ্গলবার ভোরে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত এক শিশু ও তিন রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দালালসহ ৪৫ জনকে উদ্ধার করে কোস্ট গার্ড।

আরও পড়ুন

Also Read: মালয়েশিয়াগামী ট্রলার ডুবি: আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার

Also Read: মালয়েশিয়াগামী ট্রলারডুবি: লাশ মিললো ৩ রোহিঙ্গা নারীর, জীবিত উদ্ধার ৪৫

Also Read: মালয়েশিয়াগামী ট্রলারডুবি: সাগরে মিললো ৩ রোহিঙ্গা নারীর লাশ

Also Read: মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে ট্রলার ডুবি, ৩৫ রোহিঙ্গা উদ্ধার