মালয়েশিয়া যাওয়া হলো না জাহিদের

জাহিদের মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা জমা দেওয়া হয়েছে; আগামী মাসের মধ্যে তার যাওয়ার কথা ছিল।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2023, 03:14 PM
Updated : 19 Feb 2023, 03:14 PM

আর কয়েকদিন পর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল যে যুবকের, একটি দুর্ঘটনায় তার প্রাণ ঝরল সড়কে। 

বরিশালের মুলাদী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন জাহিদ হাওলাদার নামের এই যুবক। 

রোববার বেলা ১১টার দিকে পশ্চিম নোমোরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. জাহিদ হাওলাদার (৩০) মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চর ডুমুরতলা গ্রামের প্রয়াত সালাম হাওলাদারের ছেলে। 

মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে জাহিদ গাছুয়া থেকে নোমোরহাট যাচ্ছিলেন। নোমোরহাট বাজার থেকে গাছুয়াগামী অজ্ঞাত টমটমের সঙ্গে তার সোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।”

ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার পর টমটমসহ [অটোরিকশা] চালক পালিয়েছে; টমটম ও চালক শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান। 

নিহত জাহিদের বোন নুরুন্নাহার ও ভাই জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, জাহিদকে মালয়েশিয়া পাঠানোর জন্য টাকা জমা দেওয়া হয়েছে। আগামী মাসের মধ্যে তার যাওয়ার কথা ছিল। সকাল সাড়ে ১১টার দিকে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন জাহিদ।