বেলা সোয়া ১টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
Published : 24 Mar 2024, 02:38 PM
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টিকে গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানায় আগুন লেগেছে।
রোববার বেলা সোয়া ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসীম জানান।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গজারিয়া ফায়ার স্টেশনের দুটি, গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের দুটি, সোনারগাঁও ফায়ার স্টেশনের দুটি, আদমজী ফায়ার স্টেশনের দুটি ও ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রতিষ্ঠানটির শ্রমিকরা আগুন দেখে তা নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে কাজ শুরু করে। তবে প্রতিষ্ঠানের ঢোকার রাস্তাটি সরু হওয়ায় এবং পানির অভাবে আগুন আরও ছড়িয়ে পড়ে।
গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।