বিধি ভেঙে শোভাযাত্রা: গাজীপুরে কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা

“কাউন্সিলর পদপ্রার্থী শ্রমিকদের দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করেন।“

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2023, 03:54 PM
Updated : 22 May 2023, 03:54 PM

নির্বাচনী আচরণবিধি ভেঙে শোভাযাত্রা করায় গাজীপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল আমিন সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সফর আলীকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, কাউন্সিলর পদপ্রার্থী সফর আলী বিকালে কারখানার শ্রমিকদের দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপরে মিছিল বের করেন। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

“অন্য প্রার্থীরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানান। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই এলাকায় গিয়ে খবরের সত্যতা পান। পরে তিনি সেখানে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জেলা প্রশাসক আরও বলেন, কাউন্সিলর প্রার্থী সফর আলী আদালতে ভুল শিকার করে ক্ষমা চান। পরে মুচলেকা রেখে এবং জরিমানার ৪০ হাজার টাকা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়।