শরীয়তপুরে ভাঙন রোধে নদীতে জিও ব্যাগ ফেলা শেষে সিরাজগঞ্জে ফেরার পথে ওই শ্রমিক ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় বলে জানায় পুলিশ।
Published : 24 Nov 2023, 02:18 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজের পাঁচ দিন পর এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া সংলগ্ন নদীতে মরদেহটি ভেসে ওঠে বলে হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান।
মৃত রবিউল (১৮) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা।
ওসি সুমন কুমার বলেন, ১৯ নভেম্বর শরীয়তপুর বাবুরচর এলাকায় ভাঙন রোধে নদীতে জিও ব্যাগ ফেলার কাজ শেষে ট্রলারে করে সিরাজগঞ্জে ফিরছিল রবিউল। পথে সন্ধ্যা সোয়া ৫টার দিকে আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন নদীতে পড়ে নিখোঁজ হয় সে।
সকালে পদ্মাপাড়ে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে বলে জানান তিনি।
নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে ওসি সুমন জানান।