বিস্ফোরক মামলায় মাগুরায় বিএনপির ৪৫ নেতা-কর্মী জেলহাজতে

৫৫ আসামির মধ্যে অসুস্থতাজনিত কারণে ১০ জনের জামিন মঞ্জুর করেন আদালত।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2023, 12:53 PM
Updated : 26 Jan 2023, 12:53 PM

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪৫ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। 

বৃস্পতিবার দুপুরে আসামিরা মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে তাদের জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন। 

আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান জানান, গত বছরের ৫ নভেম্বর উপজেলা বিএনপির সভাপতি ও  সাবেক  উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ ৫৫ জন নেতা-কর্মীর নামে শ্রীপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করে পুলিশ।

এ মামলায় হাইকোর্টে জামিনের মেয়াদ শেষে আসামিরা বৃস্পতিবার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত অসুস্থতাজনিত কারণে ১০ জনের জামিন মঞ্জুর করেন। 

অন্যদিকে বদরুল আলম হিরো ও রেজাউল ইসলামসহ বাকী ৪৫ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

আসামি পক্ষের আরেক আইনজীবী শাহেদ হাসান টগর বলেন, তারা দলীয় নেতা-কর্মীদের জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করবেন।