এ নিয়ে একাধিকবার স্থানীয় মাতুব্বরের মাধ্যমে সালিশ হলেও সমাধান হয়নি।
Published : 19 Feb 2023, 02:11 PM
মাদারীপুর সদর উপজেলায় পৈত্রিক সম্পত্তির ভাগ নিয়ে দ্বন্দ্বে এক গাড়ি চালককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে।
উপজেলার হাউজদী সেতুর কাছে শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।
আহত ৩৫ বছর বয়সী ওলিউল্লাহ শেখ উপজেলার পশ্চিম চরনাচনা এলাকার হোসেন শেখের বড় ছেলে। তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজার ঢাকার বাসায় ব্যক্তিগত গাড়ির চালক।
ওলিউল্লাহ বলেন, তার মা মনোয়ারা বেগমের পৈত্রিক সম্পত্তির ভাগ নিয়ে মামা সিদ্দিক রাঢ়ী ও কিবরিয়া রাঢ়ীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে একাধিকবার স্থানীয় মাতুব্বরের মাধ্যমে সালিশ হলেও সমাধান হয়নি।
শনিবার সকালে তিনি ছুটিতে ঢাকা থেকে বাড়ি যান। পরে পাশের গ্রামে খালার বাড়িতে বেড়াতে যান।
সেখান থেকে ফেরার পথে ওৎ পেতে থাকা মামা কিবরিয়া রাঢ়ী ও সিদ্দিক রাঢ়ী, সিদ্দিক রাঢ়ীর ছেলে কাওসার রাঢ়ী ও নুরুল হক রাঢ়ী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে জানান তিনি।
ওলিউল্লাহ বলেন, “এতে আমার কানসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। এ সময় আমি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।”
তার অভিযোগ, “আমাকে হত্যার উদ্দেশ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে। আমাকে মেরে ফেললে তারা একাই আমার মায়ের সম্পত্তি ভোগ করতে পারবে।”
ওসি মনোয়ার বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।