১৮টি মামলায় সাজা ছাড়াও তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Published : 26 Sep 2022, 10:00 PM
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ১৫ বছর পলাতক থাকা ১৮টি মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার আবুল কাশেম সেলিম (৪৪) উপজেলার উজিরপুর ইউনিয়নের বেলঘর পূর্বপাড়ার প্রয়াত আলী আহাম্মদের ছেলে।
১৮টি মামলায় সাজা ছাড়াও তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাতে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ থেকে সেলিমকে গ্রেপ্তার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান।
তিনি জানান, গ্রেপ্তার আবুল কাশেম সেলিমের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মোট ২১টি চেক জালিয়াতির মামলা আছে। এর মধ্যে ১৮টি মামলায় তাকে মোট ১৯ বছর দুই মাসের কারাদণ্ড ও ৭৪ লাখ ৬৭ হাজার ৭৪০ টাকা অর্থদণ্ড দেয় আদালত। এসব দণ্ড থেকে রেহাই পেতে সেলিম দীর্ঘ ১৫ বছর ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
ওসি বলেন, “আমরা জানতে পেরেছি, সেলিম পিপলস্ কো-অপারেটিভ নামে একটি প্রতিষ্ঠান খুলে মানুষের বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরাই তার বিরুদ্ধে আদালতে এসব মামলা করেছেন।”