নেত্রকোণায় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের স্কুলের ছাত্র শিক্ষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি তুলে মানববন্ধন করেন।
Published : 19 Nov 2023, 12:52 PM
নেত্রকোণায় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের একটি স্কুলের সমস্যার কথা তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চাইছেন এর ছাত্র ও শিক্ষকরা।
এই দাবিতে তারা হাতে হাত ধরে মানববন্ধন করেছেন, যে কর্মসূচিতে পাশে দাঁড়িয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।
তারা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের সুযোগ সুবিধার অপ্রতুলতা ও অন্যান্য বিষয়ে সমস্যার কথা তুলে ধরছেন। কিন্তু কেউ কর্ণপাত করছেন না। তাই তারা সরকার প্রধানের কাছে যেতে চান।
রোববার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয় সদর উপজেলার সাজিউড়া গ্রামে পল্লী উন্নয়ন সংস্থার অটিজম ও প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে কেন দেখা করতে চাইছেন, সে প্রশ্নে স্কুলটির শিক্ষক হালিমা খাতুন বলেন, “দীর্ঘ ২৫ বছরে আমাদের স্কুলটির এমপিওভুক্তি হয়নি। এর আগেও বিদ্যালয়টির দুরবস্থার কথা তুলে ধরতে প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্যে নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হন প্রধান শিক্ষক। তাই আমরা এখানে এসেছি।”
মানববন্ধনে বক্তব্য তুলে ধরেন স্কুলটির প্রধান শিক্ষক হাবিবুর রহমান, যিনি নিজেও দৃষ্টিহীন।
তিনি বলেন, “স্কুলটিতে বর্তমানে ১৬৪ জন শিক্ষার্থী ও ১৪ জন শিক্ষক রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসী ও বিত্তশালীদের দান অনুদানে কোনোমতে আমরা চলছি। কিন্তু অর্থাভাবে শিশুরা একদিকে মানসম্মত লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি শিক্ষকরাও অর্থিক সংকটে ভুগছেন।”
শিক্ষক হালিমা খাতুন, নয়ন চন্দ্র সরকার বলেন, এমপিওভুক্ত না হওয়াসহ কাঙ্ক্ষিত অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এ অবস্থায় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা বলতে বলতে চান।