আহত ওমর কায়েসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
Published : 28 Dec 2024, 08:40 PM
কক্সবাজারের মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উখিয়া উপজেলার ইনানী নারিকেল বাগান ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শাহজাহান।
নিহত সাজিদ কবির (১৮) কক্সবাজার শহরের তারাবনিয়াছড়া এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে। তিনি ঢাকার মাইলস্টোন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
আহত ওমর কায়েস (১৮) চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের একই বর্ষের শিক্ষার্থী ও কবিরের বন্ধু।
স্বজন ও স্থানীয়দের বরাতে শাহজাহান বলেন, বৃহস্পতিবার কবির ঢাকা থেকে কক্সবাজার শহরের বাসায় আসেন। শুক্রবার সকালে বন্ধু ওমরকে নিয়ে মোটর সাইকেলে টেকনাফের সাবরাংয়ে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার সকালে তারা কক্সবাজার শহরের বাসায় ফিরছিল।
“পথে মেরিন ড্রাইভে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে কবির মারা যায়। আহত হয় ওমর।”
এসআই আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে ওমর কায়েসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান মোহাম্মদ শাহজাহান।