বিকালে সড়কের পাশে থেকে ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
Published : 02 Feb 2025, 01:15 AM
নাটোরের লালপুর উপজেলায় ব্যাটারিচালিত এক ভ্যান চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের ভ্যানটি পাওয়া যায়নি।
শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ঈশ্বরদী চামটিয়া এলাকায় রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান লালপুর থানার এসআই মো. আব্দুল আলীম।
নিহত সুকুমার (৩০) উপজেলার গোপালপুরের বাহাদীপুর এলাকার প্রয়াত যুগলের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, বিকালে স্থানীয়রা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সুকুমার খুবই গরীব। তিন মাসে আগে ভ্যানটি কেনেন তিনি। এটি চালিয়ে সংসার চালাতেন। তার তেমন কোনো শত্রুও নেই বলে জানিয়েছে পরিবার।
প্রাথমিকভাবে ধারণা করছি, ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে জানান ওসি নুরুজ্জামান।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।