২০১৫ সালের ৯ জানুয়ারি রাতে সদর উপজেলার চিতাখোলা পাড় এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
Published : 01 Jan 2025, 11:28 PM
২০১৫ সালে টাঙ্গাইলে ট্রাক পোড়ানোর মামলায় বিএনপির ৫০ নেতাকর্মী খালাস পেয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক গোলাম মাহাবুব খান এ রায় দেন বলে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১৫ সালের ৯ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের চিতাখোলা পাড় এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ওই রাতেই ১৪৩/১৪৪/৩৪১/৪২৭/৩২৩ ধারায় মামলা করেন ট্রাকের চালক আরিফ মোল্লা।
মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাসেদ, সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ ৫০ জনকে আসামি করা হয়।
আইনজীবী বলেন, উপযুক্ত প্রমাণের অভাবে আদালত মামলাটি খারিজ করে দেয়।