প্রতি বছর জানুয়ারির শেষ বৃহস্পতিবার দিবসটি উদযাপন হবে বলে জানান আয়োজকরা।
Published : 30 Jan 2025, 11:53 PM
কৃষকদের সম্মান জানাতে প্রথমবারের মত ‘কৃষক দিবস’ উদযাপিত হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
কৃষকবান্ধব প্রযুক্তি সম্প্রসারণের অঙ্গীকার নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে বিশ্ববিদ্যালয় ও এর সম্প্রসারণ কেন্দ্র।
এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য এ কে এম ফজলুল হক ভূঁইয়া।
শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে সেমিনার ও আলোচনা সভা করে।
সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় উপাচার্য ছাড়াও বক্তব্য দেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক বাহানুর রহমান ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক শহিদুল হক।
আলোচনা শেষে ছয়জন সফল কৃষক ও কৃষাণীকে ক্রেস্ট এবং তিন শতাধিক কৃষক ও কৃষাণীর মাঝে সবজি ও ফসলের বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র, কৃষক ও কৃষাণীরা ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক বলেন, “এটি একটি অনন্য উদ্যোগ। এর মাধ্যমে কৃষকদের সম্মান জানানো হয়েছে। তারাও আমন্ত্রিত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছেন; এতে কৃষির প্রতি তাদের আগ্রহ বাড়বে। এ বিশ্ববিদ্যালয় কৃষকদের প্রযুক্তি নির্ভর করে তুলতে কাজ করে যাচ্ছে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক নাছির উদ্দিন বলেন, “কৃষকদের সম্মান জানানো ও তাদের চাহিদার ভিত্তিতে কৃষি প্রযুক্তির উন্নয়ন ঘটানোর লক্ষ্যে আমরা প্রথমবারের মত ‘কৃষক দিবস’ উদযাপন করছি।”
এটি কৃষক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরির অনন্য উদ্যোগ বলে তিনি মনে করেন।
প্রতিবছর জানুয়ারির শেষ বৃহস্পতিবার দিবসটি উদযাপন করা হবে বলে জানান ড. নাছির উদ্দিন।