মঙ্গলবার চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রাম এবং জীবননগর পাতিলা সীমান্ত এলাকা থেকে এসব সোনার বার জব্দ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিজিবি।
Published : 23 Aug 2023, 12:17 AM
যশোরের চৌগাছা ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে প্রায় ১৯ কেজি সোনার বার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।
মঙ্গলবার চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রাম এবং জীবননগর পাতিলা সীমান্ত এলাকা থেকে এসব বার জব্দ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিজিবি।
এর মধ্যে চৌগাছা থেকে দুজনকে আটকও করা হয়েছে।
চৌগাছার ঝুমঝুমপুরে ৪৯ বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, সন্ধ্যায় খবর আসে সোনার একটি বড় চালান চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে যাবে। এর ভিত্তিতে বড় আন্দুলিয়া গ্রামের রাস্তার পাশে অবস্থান নেন বিজিবি সদস্যরা।
এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহ হলে তাদের থামতে সংকেত দেওয়া হয়। কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দলের সদস্যরা তাদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে সাদা কাপড় ও স্কচ টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ৪৩টি সোনার বার জব্দ করা হয়।
বিজিবির এই কর্মকর্তা জানান, জব্দ হওয়া সোনার বারের ওজন ১৩ কেজি ৪৬৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের শাওন হোসাইন ও মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের রফিকুল ইসলামকে আটক করে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে বিকালে চুয়াডাঙ্গা জেলার জীবননগরের পাতিলা সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৫ কেজি ওজনের ১৭টি সোনার বার উদ্ধার করে মহেশপুর ৫৮ বিজিবি।
৫৮ বিজিবি‘র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, একটি সূত্রের মাধ্যমে খবর পেয়ে বিজিবির একটি দল পাতিলা সীমান্ত এলাকায় অবস্থান করছিল। বিকাল ৫টার দিকে সন্দেহজনক এক ব্যক্তি মোটরসাইকেলে ঈদগা মাঠ অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে ধাওয়া দেয় বিজিবি।
তার কোমরে একটি কাপড়ের ব্যাগ বাঁধা ছিল। বিজিবির সদস্যরা সেটি ধরতে গেলে তিনি ওই ব্যাগ খুলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
বিজিবি সদস্যরা কাপড়ের ব্যাগটির ভেতর থেকে ১৭টি সোনার বার জব্দ করে। যার ওজন ৫ কেজি ৪৭৮ গ্রাম। এসবের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা বলেও জানান বিজিবির কর্মকর্তা।
জব্দ করা সোনার বার চুয়াডাঙ্গার ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।