বেনাপোল পৌরসভার সাবেক মেয়র এবং সাবেক এক ইউপি চেয়ারম্যান প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে মাছের ঘের পরিচালনা করে আসছিলেন বলে জানান ইউএনও।
Published : 12 Dec 2024, 08:37 PM
যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে দখলে থাকা ৩০০ বিঘা জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা জমিতে লাল পতাকা টাঙ্গিয়ে সীমানা চিহ্নিত করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয় বলে জানান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান।
তিনি বলেন, ওই ইউনিয়নের ৩৬ নম্বর বাহাদুরপুর মৌজায় তিনটি দাগে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি ৩০০ বিঘা (৯৮ দশমিক ৫৮ একর) জমি দখলে নিয়ে মাছের ঘের পরিচালনা করে আসছিলেন।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে শার্শা উপজেলা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এবং তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে জমি পুনরুদ্ধারে অভিযান চালানো হয়।
উদ্ধারের পর এসব জমিতে বাঁশের খুঁটি পুঁতে লাল পতাকা টাঙ্গিয়ে সীমানা চিহ্নিত করে দেওয়া হয় বলে জানান ইউএনও কাজী নাজিব হাসান।
সব ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।