গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর বাজারে এ অভিযান চালানো হয় বলে উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দীন শেখ জানান।
Published : 19 Jan 2025, 07:29 PM
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অভিযান চালিয়ে ভেজাল সার ও কীটনাশক জব্দ করেছে কৃষি অধিদপ্তর। এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর বাজারে এ অভিযান চালানো হয় বলে উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দীন শেখ জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে প্রায় দুই লাখ মূল্যের ভেজাল সার ও কীটনাশক জব্দ করা হয়। কীটনাশকের মধ্যে রয়েছে- সিনজেনটার গ্রোজিন, থিয়োভেট।
এ সময় আওলাদ মোল্লার নাসিমা এন্টারপ্রাইজ এবং কাজী রফিকুল ইসলামের আশিক কাজী এন্টারপ্রাইজকে সাত হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে। এ ছাড়া জব্দ করা ভেজাল সার ও কীটনাশক ভস্মীভূত করা হয়।
অভিযানের সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনমুন সাহা, সিনজেনটা কোম্পানির প্রোডাক্ট অফিসার সিরাজুল ইসলাম, টেরিটরি অফিসার তানভীর আহম্মেদ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদ উপস্থিত ছিলেন।