আইন অনুযায়ী ২৫ বছর চাকরিপূর্তিতে কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠানোর বিধান রাখা হয়।
Published : 18 Dec 2024, 10:12 PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মুস্তাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার উপাচার্য এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে ধানমন্ডিস্থ বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সিন্ডিকেটের ২৬৫তম সভায় এ সিদ্ধান্ত হয়।
এতে বলা হয়েছে, সিন্ডিকেটের ২৬৩তম সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপি-১ অধিশাখার প্রজ্ঞাপনের ভিত্তিতে জারি করা আইন অনুযায়ী চাকরির ২৫ বছর পূর্তিতে কাউকে কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই অবসর দেওয়া সংক্রান্ত বিধানের সিদ্ধান্ত হয়।
অবসরে পাঠানো শিক্ষক-কর্মকর্তারা হলেন- গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের অধ্যাপক মো. নাসির উদ্দিন, পরিবহন দপ্তরের পরিচালক (রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত) মেজবাহ উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত) মো. সাজেদুল হক, আইনবিষয়ক দপ্তরের পরিচালক (চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত) মো. সিদ্দিকুর রহমান, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (খুলনা আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত) হোসনেয়ারা বেগম, প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর দপ্তরের পরিচালক (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত) মো. আবু হানিফ, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত) মু. আখতারুজ্জামান, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক (খুলনা আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত) আব্দুল মালেক সরকার, জনসংযোগ দপ্তরের পরিচালক (বরিশাল আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত) মো. আতাউর রহমান, কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দপ্তরের পরিচালক (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রে সংযুক্ত) পরিচালক এএসএম রফিকুল আকবর, শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত) মো. হাছানুর রহমান, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রে সংযুক্ত) এইচএম তায়েহীদ জামাল, এস্টেট দপ্তরের পরিচালক (রংপুর আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত) হাসান আমীর আহমেদ, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. শফিক উল্লাহ, খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আ স ম আবদুল হক, বরিশাল আঞ্চলিক কেন্দ্রের উপ রেজিস্ট্রার মন্নুজান বেগম, গ্রন্থাগার দপ্তরের পরিচালক কাজী নাসির উদ্দিন, প্রকাশনা ও বিপণন দপ্তরের উপ-রেজিস্টার ফাহিমা সুলতানা, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন এবং মেডিকেল সার্ভিসেস দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. আবদুস ছাত্তার।
সিন্ডিকেট সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মো. লুৎফর রহমান, মো. নূরুল ইসলাম, ট্রেজারার এটিএম জাফরুল আযম, সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ সিন্ডিকেটের অন্য সদস্যরা ছিলেন।