মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
Published : 04 Jan 2025, 10:46 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আগামী কমিটিতে ‘ত্যাগী ও নির্যাতিতদের’ পদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীরা।
শনিবার বেলা পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী মাজহারুল আলম তমাল।
সমাবেশে ইতিহাস বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী রায়হান হোসাইন বলেন, “যারা ১৬ থেকে ১৭ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাণ ধরে রেখেছে, তাদের বাদ দিয়ে যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে, সেটিকে আমরা অবশ্যই প্রত্যাখ্যান করছি।
“যারা জাকসুকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জুনিয়র কমিটি চাচ্ছে তাদের বলতে চাই, জাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দুইটি স্বতন্ত্র বিষয়। সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং জাকসুকে এক করা যাবে না। জাবি ছাত্রদলের কমিটি হতে হবে ত্যাগী এবং নির্যাতিতদের নিয়ে।”
তিনি বলেন, “আমরা দেখেছি, ঢাকার কয়েকটি কমিটিতে সিনিয়র নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ৫ অগাস্টের পরে যদি তাদের দায়িত্ব দেওয়া হয় তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্ষেত্রে ত্যাগীদের বাদ দিয়ে কোন ‘অপশক্তির’ কারণে জুনিয়রদের কমিটি দেওয়ার কথা বলা হচ্ছে।”
মোহাম্মদ ইব্রাহীম নামে ছাত্রদলের আরেক কর্মী বলেন, “এরই মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে আমরা ছয়টি মতবিনিময় সভা করেছি। তবে আজকে সিনিয়রদের বাদ দিয়ে ৪৭তম ব্যাচ থেকে ৫৩তম পর্যন্ত যে অনানুষ্ঠানিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে, তা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমরা শুধু আমাদের একটা পরিচয় চাই, ১৬ বছরের কাজের মূল্যায়ন চাই। আমরা কমিটিতে এলেও হলে থাকব না, হলে থাকতেও চাই না।”