জেলার ৯ উপজেলায় ১০০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
Published : 26 May 2024, 08:54 PM
ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
বোরবার সন্ধ্যা থেকে জেলায় বৃষ্টি শুরু হওয়ায় পাহাড় ধসের আশঙ্কায় সতর্কতার জারি করা হয়েছে বলে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধূরী বলেন, পৌরসভা ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
“এর মধ্যে জেলার ৯ উপজেলায় একশটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ”
জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সরাসরি মাঠে কাজ করা হচ্ছে বলে জানান এই পৌর মেয়র।
জেলা প্রশাসক সহিদুজ্জামান বলেন, “ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।”
এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।