পাচারের শিকার ওই দম্পতিকে সাত বছরের কারাদণ্ড দিয়ে গুজরাট সেন্ট্রাল কারাগারে পাঠায় দেশটির একটি আদালত।
Published : 19 Jan 2025, 10:31 PM
ভালো কাজের প্রলোভনে পাচার হওয়া দম্পতি ভারতে সাত বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছে।
বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন বলে বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানান।
এর আগে রোববার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই দম্পতিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হচ্ছেন, যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগা এলাকার মো. রশিদ শেখ (৪০) ও তার স্ত্রী ঝর্ণা খাতুন (৩২)।
ওই দম্পতির দেওয়া তথ্যের বরাতে ওসি আহসানুল কাদের ভূঁইয়া বলেন, ভালো কাজের প্রলোভনে সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ২০১৮ সালের মার্চ মাসে ভারতে যান। কাজের সন্ধানে গুজরাট শহরে ঘোরাঘুরির সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে নিয়ে যায়। আদালত তাদের সাত বছর কারাদণ্ড দিয়ে গুজরাট সেন্ট্রাল কারাগারে পাঠায়।
সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের ওসি।