“যৌথভাবে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
Published : 22 Sep 2024, 04:19 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদ্রাসা পড়ুয়া শিশুকে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার বেলা সোয়া ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গুরপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান।
মৃত ৭ বছর বয়সী তাহমিনা আক্তার সাবরাং ইউনিয়নের ডাঙ্গুরপাড়ার আব্দুল জলিলের মেয়ে। সে স্থানীয় একটি নূরাণী মাদ্রাসার প্রথম শ্রেণী ছাত্রী ছিল।
আর আটক নুর হাফেজ ও আল কামাল একই ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গুরপাড়ার বাসিন্দা।
ওসি গিয়াস বলেন, “প্রতিদিনের মতো শনিবার সকালে তাহমিনা স্থানীয় একটি মাদ্রাসায় পড়তে যায়। বেলা ১১টায় সে বাড়ি ফিরে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে আবার খেলতে বের হয়। এরপর তাহমিনা বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। সন্ধান না পেয়ে মাইকিংও করা হয়।
“এক পর্যায়ে রাত ৯টায় শাহপরীরদ্বীপের ডাঙ্গর পাড়ায় রাস্তার পাশে স্থানীয়রা একটি বস্তা পড়ে থাকতে দেখেন। পরে বস্তাটি খুলে এক মেয়ে শিশুর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করেছে।”
মৃত শিশুর গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তবে কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।”
ওসি গিয়াস উদ্দিন বলেন, “এ ঘটনায় জড়িত সন্দেহভাজন দুইজনের ডাঙ্গুরপাড়ায় অবস্থানের খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও কোস্টগার্ডকে খবর দেয়। পরে যৌথভাবে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
দুপুরে মৃতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।