একটি শিল্প প্রতিষ্ঠান ও একজন আবাসিক গ্রাহককে জরিমানা করা হয়েছে।
Published : 19 Feb 2025, 12:06 AM
গাজীপুরে কারখানা ও বসতবাড়িতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্টিবিউশনের জয়দেবপুর আঞ্চলিক বিক্রয় কার্যালয় এ অভিযান চালায় বলে অভিযানে থাকা তিতাসের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক জাবের নূরানী জানান।
তিনি বলেন, “গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী হাকিম ফজলে ওয়াহিদ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্ট চালান।”
অভিযানে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় একটি স্থানের পাঁচটি পয়েন্ট অবৈধভাবে স্থাপিত ২ ও ১ ইঞ্চি ব্যাসের মোট ২৫০ মিটার পাইপ ও দুটি বুস্টার অপসারণ করে উৎসমুখ বন্ধ করে দেওয়া হয়।
অবৈধভাবে সংযোগ নেওয়ায় স্থানীয় ডেকর ওয়েট প্রসেসিং নামে একটি শিল্প প্রতিষ্ঠানকে ২ লাখ ও একজন আবাসিক গ্রাহককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
নির্বাহী হাকিম বলেন, “যারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছেন এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা দিকে ঠেলে দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে আরো ছিলেন, তিতাস গ্যাসের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী হাসান আল ফয়সাল, রাকিব হাসান ও সবুজ খাঁন, গাজীপুর আঞ্চলিক রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন, সহকারী কর্মকর্তা মো. সোহেল রানা, জহিরুল ইসলাম।