“রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক ও ব্যবসায়ীরা সকালে কক্সবাজারে গিয়ে রাতেই ফিরতে পারবেন।”
Published : 27 Oct 2024, 05:20 PM
অবশেষে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ানো হলো। এতে এই বিমানবন্দরে প্রতিদিন যাতায়াতকারী ফ্লাইটের সংখ্যাও বাড়বে।
রোববার বিকালে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মুর্তুজা জানিয়েছেন, এতোদিন এই বিমানবন্দরে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিমান উড্ডয়ন এবং অবতরণ করলেও রোববার থেকে সময়সূচী বাড়িয়ে রাত সোয়া ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে জানা যায়, এতোদিন আন্তর্জাতিক এ বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৬-১৭টি ফ্লাইট উঠানামা করেছে। সময় বাড়ানো হওয়ায় সেই সংখ্যা পর্যায়ক্রমে বাড়বে। এতে এয়ারলাইন্স ব্যবসার সঙ্গে জড়িতরা যেমন লাভবান হবে, তেমনই যাত্রীরাও উপকৃত হবেন।
গোলাম মুর্তুজা বলেন, “রোববার নতুন সময়সূচী অনুযায়ী প্রথমদিনে দুইটি নতুন ফ্লাইট যুক্ত হবে। এতে এই দিনে কক্সবাজার থেকে ১৬টি ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করার সময়সূচী নির্ধারিত রয়েছে।“
“বর্ধিত সময়সূচী অনুযায়ী প্রথমদিনে রাত সোয়া ৮টায় প্রথম ফ্লাইট এবং রাত সোয়া ১০টায় দ্বিতীয় ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে ছাড়ার কথা রয়েছে।”
তিনি আরও বলেন, “এ উদ্যোগের ফলে স্থানীয় পর্যটন খাত ও ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ হবে। কক্সবাজারের সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে।
“এখন থেকে রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক ও ব্যবসায়ীরা সকালে কক্সবাজারে গিয়ে রাতেই ফিরতে পারবেন।”
বিমানবন্দর কর্তৃপক্ষের এই পদক্ষেপে কক্সবাজারের পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও দারুণ ইতিবাচক প্রভাব ফেলব মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরাও।