সিলেট-সুনামগঞ্জ সড়কে সুরমা নদীর লামাকাজী সেতুর টোল আদায়ের ইজারা নিয়ে আলোচনার মধ্যেই এই আদেশ দেওয়া হল।
Published : 22 Jan 2025, 06:54 PM
ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে ‘সমঝেতার’ অভিযোগের মধ্যেই আগের প্রান্তিকের চেয়ে প্রায় অর্ধেক কম দরে ইজারা দেওয়া হয়েছে সিলেট-সুনামগঞ্জ সড়কে সুরমা নদীর লামাকাজী সেতুর টোল আদায়ের কাজ।
বুধবার বিকালে সেতুটির দায়িত্বে থাকা সড়ক উপ-বিভাগ সিলেটের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীদুল ইসলাম বলেন, “তিন অর্থবছরের জন্য ১৫ জানুয়ারি লামাকাজী সেতুটি ইজারাদার মেসার্স মাহি এন্টারপ্রাইজকে বুঝিয়ে দেওয়া হয়েছে টোল আদায়ের জন্য। এ বিষয়ে বিস্তারিত ডিভিশন বলতে পারবে।”
এ বিষয়ে জানতে সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেনকে মোবাইলে ফোন করা হলে তিনি অফিসে গিয়ে তথ্য নেওয়ার কথা বলেন।
সমঝোতার মাধ্যমে সেতু ইজারা দেওয়ার হয়েছে- এমন অভিযোগের উত্তরে সড়ক জোন সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু সাঈদ মো. নাজমুল হুদা বলেন, “এ বিষয়ে সড়ক ডিভিশন জানে, তাদের জিজ্ঞাসা করেন। তারা ভালো বলতে পারবেন।”
এ বিষয়ে জানতে সওজ রক্ষণাবেক্ষন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিকরুল হাসানের মোবাইল নম্বরে একাধিক বার কল করা হলে তিনি সাড়া দেননি।
তবে ১২ জানুয়ারি সওজ রক্ষণাবেক্ষন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিকরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে রিয়ার অ্যাডমিরাল এম এ খান লামাকাজী সেতুর টোল আদায় কার্যক্রম তিন অর্থবছরের জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স মাহি এন্টারপ্রাইজকে আট কোটি পাঁচ লাখ ১০ হাজার টাকার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর যুক্ত করে সর্বমোট ১০ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকায় ইজারা দিতে শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে সন্ধ্যায় মেসার্স মাহি এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ আনোয়ার হোসেন রাজুর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
টোল আদায় বন্ধে শ্রমিক সমাবেশ
লামাকাজী সেতুর টোল আদায় বন্ধ করাসহ আট দফা দাবি আদায়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সোমবার নগরীর হুমায়ুন রশিদ চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন উপ-কমিটির কয়েক হাজার শ্রমিক অংশ নেন।
লামাকাজী সেতু: অর্ধেক মূল্যে ইজারার সুপারিশ, নেপথ্যে কী
জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আইন সম্পাদক ও জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি আব্দুল মুহিম, সহসভাপতি আব্দুল আলীম ভাসানী, সহসভাপতি আব্দুস সালাম, সহসভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি ইনসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ লস্কর ও সহকোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল।
শ্রমিক নেতা ময়নুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন থেকে পরিবহন শ্রমিকদের ন্যায্য আট দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি পূরণে আন্তরিকতা না দেখানোর ফলে সিলেটের পরিবহন শ্রমিকরা ক্ষুব্ধ হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হলে ২ ফেব্রুয়ারি থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে।”
আট দফা দাবি হচ্ছে- সড়ক পরিবহন আইন-২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে; যানবাহনে মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে; মেয়াদ উত্তীর্ণ সব সেতুর টোল বিশেষ করে এমএ খান লামাকাজী সেতুর টোল আদায় বন্ধ করতে হবে; যানবাহনের শ্রেণিবিন্যাসকৃত ২০২৩ সালে প্রণীত গেজেট বাতিল করতে হবে; সিলেটের সব পাথর কোয়ারি খুলে দিতে হবে ও সিলেটের সব সিএনজিচালিত যানবাহনের গ্যাস লোডে দীর্ঘসূত্রিতার সমাধান দিতে হবে; সিলেটের সব পরিবহন শ্রমিক নেতা ও শ্রমিকদের ওপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে; সিলেটে সব লোড ট্রাক আটকিয়ে চালকদের হয়রানি বন্ধ করতে হবে।
প্রশাসনের লোক ছাড়া কেউ যেন লোড ট্রাক না আটকায় তার ব্যবস্থা নিতে হবে এবং হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে; ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নে বিআরটিএর সব দুর্নীতি বন্ধ এবং লাইসেন্স পেতে জটিলত দূর করতে হবে; সিলেটে ডাম্পিংকৃত যানবাহন ও ব্যাটারিচালিত রিক্সা-টমটম-ইজিবাইক-নসিমন-করিমন ইত্যাদি চলাচল বন্ধ করতে হবে; সিলেট মহানগরে সব ছোট গাড়ির পার্কিংয়ের স্থান দিতে হবে।