পুলিশ বলছে, জমি বিক্রির টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
Published : 21 Jan 2025, 04:05 PM
খাগড়াছড়ির মানিকছড়িতে এক ব্যক্তিকে তার ছেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার গভীর রাতে উপজেলার মূয়রখীল এলাকায় এ ঘটনা ঘটে বলে মানিকছড়ি থানার ওসি মাহমুদুল হাসান জানান।
নিহতের নাম বিনোধ বিহারী মজুমদার।
ঘটনার পর থেকে তার ছেলে খোকন মজুমদার পলাতক রয়েছেন।
ওসি মাহমুদুল বলেন, “সোমবার গভীর রাতে ছেলের হাতে বাবার মৃত্যু হয়। তবে এখনও ঘটনার বিস্তারিত জানতে পারিনি। যতদূরে জেনেছি, জমি বিক্রির টাকা লেনদেন নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল।
“হাসপাতালে নেওয়ার পর বিনোধ বিহারীর মৃত্যু হয়। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।”