শেষরাতে দুর্বৃত্তরা ভবনের নিচতলার জানালা ভেঙে এনজিও কার্যালয়ে প্রবেশ করে বলে জানায় পুলিশ।
Published : 26 Jul 2024, 06:00 PM
হবিগঞ্জ সদর উপজেলায় কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে একটি এনজিও কার্যালয় থেকে টাকা লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে শহরের মাহমুদাবাদ এলাকায় ‘শক্তি ফাউন্ডেশনের’ ভাড়া কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান।
খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, মাহমুদাবাদ এলাকায় দুইতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে ‘শক্তি ফাউন্ডেশন’। ভবনটির মালিক শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী।
“ঘটনার দিন রাত ৩টার দিকে তিন থেকে চারজন দুর্বৃত্ত নিচতলার জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ওই এনজিওর ক্যাশিয়ার প্রান্ত দেবনাথের মাথায় পিস্তল এবং কর্মচারী জনি রায় ও আসাদুজ্জামানকে ছুরি ঠেকিয়ে আলমারির তালা ভেঙে প্রায় ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।
“দুর্বৃত্তরা বাসার বিভিন্ন জিনিসপত্র তছনছ করে। ফজরের আযান হলে সড়কে পথচারী চলে আসায় তারা পালিয়ে যান।”
বাড়ির মালিক ইসহাক আলীর দাবি, “এনজিও কার্যালয়ে টাকা লুটের পর ডাকাতদল দ্বিতীয় তলায় আমার বাসায় প্রবেশের চেষ্টা করে। তবে মানুষের উপস্থিতি পেয়ে তারা ঢোকার সাহস পায়নি।”
এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে; তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব।