অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে একদল শিক্ষার্থী।
Published : 23 Feb 2025, 09:57 PM
বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে সেনা সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন।
এ সময় একদল শিক্ষার্থী অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন।
রোববার দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন বলে জানান বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন।
শিক্ষার্থীরা জানান, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে বেতন ও সেশন ফি বৃদ্ধিসহ নানা অভিযোগ তুলে একদল শিক্ষার্থী প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে বেলা ১২টা থেকে বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন তারা।
বিকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন প্রতিনিধি বিষয়টি নিয়ে সমাধানে এগিয়ে আসলেও তাকে ফিরিয়ে দেন শিক্ষার্থীরা। পরে বিকাল থেকে অধ্যক্ষ শাহাদাৎ হোসেনকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
এ সময় শিক্ষার্থীদের একটি পক্ষ অধ্যক্ষের পক্ষে অবস্থান নিলে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ, অভিভাবকরা পরিস্থিতি সামাল দেয়।
অধ্যক্ষ শাহাদৎ হোসেন বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়। ঘটনাটি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এটি সমাধান করা হবে।
বিধি মোতাবেক প্রতিষ্ঠানের বেতন ও সেশন ফি কমানো কথা বলেছেন অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন।
তিনি বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা তদন্তে কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানে যাবেন না বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।