চান্দিনার ইউএনও সাংবাদিকদের বলেন, “আমরা যতগুলো কেন্দ্রে আগে সিল মারার খবর পেয়েছি, সেসব ভোট বাতিল করা হয়েছে।”
Published : 07 Jan 2024, 12:04 PM
কুমিল্লা-৭ আসনের চান্দিনা উপজেলায় তিনটি ভোটকেন্দ্রে আগে থেকে নৌকায় সিল মারা ব্যালট জব্দ করা হয়েছে; পরে সেগুলো বাতিল করা হয়।
রোববার সকালে উপজেলার দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয়, মহিচাইল উচ্চ বিদ্যালয় এবং নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এসব ব্যালট পাওয়া যায়।
চান্দিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা জাবেদ মোহাম্মদ শোয়াইব সাংবাদিকদের বলেন, “আমরা যতগুলো কেন্দ্রে আগে সিল মারার খবর পেয়েছি, সেসব ভোট বাতিল করা হয়েছে। ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবগত করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
এই তিনটি কেন্দ্রের ব্যালটে নৌকা প্রতীকে আগে থেকেই সিল মারার তিনটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।
কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত। অপরদিকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু।
একটি ফুটেজে দেখা যায়, দোল্লাই নবাবাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু। এ সময় ব্যালটে নৌকার সিল দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন তিনি। বলতে থাকেন, “এগুলো কী হচ্ছে!”
পরে মুনতাকিম আশরাফ টিটু সাংবাদিকদের বলেন, “আমরা চান্দিনার অধিকাংশ কেন্দ্রে আগে থেকে জাল ভোটের খবর পেয়েছি। আমার এজেন্টদের অধিকাংশ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ নির্বাচনের কোনো মানে হয় না।”