“আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে; পুরোপুরি নেভেনি।”
Published : 24 Feb 2025, 05:40 PM
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার বেলা সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরাও আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করেছেন।
এদিকে আগুনের কটেজ-রিসোর্ট, বসতঘর, দোকানপাটসহ অন্তত ৫০-৬০টি স্থাপনা পুড়ে গেছে বলে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানিয়েছেন।
এর আগে সোমবার বেলা ১টার দিকে ‘মনটানা রিসোর্টের’ পেছনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইদ্র জিৎ চাকমা জানান।
সাজেকে ভয়াবহ আগুন, পুড়েছে ২০ রিসোর্ট
ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ারুল ইসলামও বলেছেন, সোমবার বেলা ১টা ৫মিনিটে সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের খবর পান তারা।
মতিজয় ত্রিপুরা বলছিলেন, “বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে; পুরোপুরি নেভেনি। স্থানীয়দের আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসও।”
বাঘাইছড়ির উপজেলা ইউএনও শিরীন আক্তার বলেন, “আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার আনা হচ্ছে। বিকাল সাড়ে ৫টার দিকে হেলিকপ্টার পৌঁছাতে পারে।”