“সোনার দোকানদারদের বিএসটিআইয়ের অনুমোদিত বাটখারা ব্যবহার করতে বলায় তারা ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে হামলা চালায়।”
Published : 25 Feb 2025, 12:54 PM
গোপালগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে সোনাপট্টিতে নিয়মিত তদারকি করার সময় তাদের ওপর হামলা হয় বলে বিএসটিআই-এর উপপরিচালক মো. আশরাফুল আলম জানান।
আহতদের মধ্যে দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশরাফুল আলম বলেন, “সোনাপট্টিতে নিয়মিত তদারকিতে যায় বিএসটিআই-এর কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সোনার দোকানদারদের বিএসটিআইয়ের অনুমোদিত বাটখারা ব্যবহার করার কথা বলেন তারা।
“তখন সোনার দোকানিরা তাদের উপর ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে হামলা চালায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সাজেদুর বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। তবে অভিযোগ করতে কেউ থানায় আসেনি।”