ছয় মাসের বেতন আটকা পড়েছে জানিয়ে বক্তারা বলেন, তাদের পরিবার এই চাকরির উপর নির্ভরশীল।
Published : 16 Sep 2024, 12:05 AM
আড়াইশ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন।
রোববার দুপুরে হাসপাতালের সামনে কর্মচারীরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মাহবুব আলম জাহাঙ্গীর, লক্ষ্মী রাণী হরিজন, রেখা হরিজন ও অনুদ্বীপ হরিজন।
বক্তারা বলেন, ড্রিমস সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে তারা প্রায় দেড় বছর ধরে জেলা সদর হাসপাতালে চাকরি করছেন। এই সময়ে তাদের অর্ধেক বেতন দেওয়া হয়েছে। বেতনের কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা ড্রিমস সার্ভিসেসকে দেখিয়ে দেয়। আবার ড্রিমস সার্ভিসেসের মালিককে মোবাইল করলে তিনি তা ধরেন না। এভাবেই তাদের হয়রানি করা হচ্ছে।
ছয় মাসের বেতন আটকা পড়েছে জানিয়ে বক্তারা বলেন, তাদের পরিবার এই চাকরির উপর নির্ভরশীল। অথচ তারা বেতন পাচ্ছেন না। বলা হচ্ছে, নতুন করে নবায়ন করে বেতন দেওয়া হবে। কিন্তু নতুন লোক নিয়োগ দিয়ে কাজ করাচ্ছে। তাদেরকে বাদ দেওয়া হয়েছে।
তারা নতুন করে নিয়োগ চান এবং বকেয়া বেতন দাবি করেন।
মানববন্ধনে আউটসোর্সিংয়ে কর্মরত অর্ধশতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।