পুরোপুরি উৎপাদনে যেতে ১০-১২ দিন লাগবে, বলেন কারখানাটির মহাব্যবস্থাপক।
Published : 14 Feb 2025, 12:13 AM
জামালপুরের তারাকান্দিতে যমুনা সার কারখানায় দীর্ঘ ১৩ মাস পর গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে।
সংযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার থেকে ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু হয় বলে কারখানাটির মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান।
তিনি বলেন, “বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের সংযোগ এবং চাপ বাড়িয়ে দিলে উৎপাদনের কার্যক্রম শুরু হয়।
“তবে পুরোপুরি ইউরিয়া উৎপাদনে যেতে অন্তত ১০-১২ দিন সময় লাগবে।”
দৈনিক ১ হাজার ৭০০ টন ক্ষমতাসম্পন্ন দানাদার ইউরিয়া উৎপাদনকারী এই কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।
গ্যাস সংকটে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়।
দীর্ঘদিন পর উৎপাদনে ফেরায় খুশি যমুনা কারখানার শ্রমিক-কর্মচারী, পরিবহন শ্রমিক, সার ডিলার, কৃষকসহ কারখানা এলাকার সাধারণ মানুষ।