“রাতের মহাসড়ক পাহারায় হাইওয়ে পুলিশ রাত জেগে ডিউটি দিচ্ছে।”
Published : 23 Mar 2025, 05:03 PM
ঈদের যাত্রায় ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা রিজিয়নে ৮ শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।
এছাড়া কুমিল্লা অংশের অন্তত ১২টি স্থানে যানজটের শঙ্কা রয়েছে। যান চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে এসব পয়েন্টে হাইওয়ে পুলিশ ছাড়াও দুইশ রোভার স্কাউট সদস্যরা কাজ করবেন।
স্কাউটিং-এ প্রশিক্ষিত এসব সদস্যরা ২৫ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালন করবেন।
কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মো. খায়রুল আলম বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লা রিজিয়নে ৮ শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। যারা হাইওয়ে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করবেন, তারা আলাদা পোশাক পেয়েছেন। কেউ যেন আবার মহাসড়কে দায়িত্বপালন করার নামে চাঁদাবাজি বা অনিয়ম করতে না পারে, সেজন্য রোভার স্কাউট সদস্যদের নির্ধারিত পোশাক দেওয়া হয়েছে।”
রোভার স্কাউট কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চিহ্নিত ১২টি হটস্পটে হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করবে দুই শতাধিক রোভার স্কাউট সদস্য। এরইমধ্যে হাইওয়েতে দায়িত্ব পাওয়া স্কাউট সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপদ বিভাগ ও বিআরটিএ।
“আগামী ২৫ তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত শিফট পরিবর্তন করে কাজ করবে তারা। তাদের সহযোগিতা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের রোভারমেট ফারিয়া তাসনিম মুন বলেন, “আমরা আগে জেলা শহরের ভেতরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছি। এখন প্রশিক্ষণ নিয়ে হাইওয়েতে কাজ করবো। আমাদের কাজ হবে সাধারণ মানুষকে ফুটওভার ব্রিজে চলাচলে উদ্বুদ্ধ করা, উল্টোপথে যান চলাচল বন্ধ রাখা, থ্রি-হুইলার চলাচল থামানো ও যত্রতত্র যাত্রী ওঠানামা নিরুৎসাহিত করা। আশা করি, আমাদের সদস্যরা মানুষের সহযোগিতায় কাজ করতে পারবে।”
রোভার স্কাউটদের প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, “১২টি হটস্পটের প্রতিটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে বিশেষ টিম। রোভার স্কাউটদের যারা এবার মহাসড়কে দায়িত্বপালন করবেন। তাদের প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করতে আমরা সাধ্যমত চেষ্টা করবো। বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও সড়ক-জনপথ বিভাগ সহযোগিতা করবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দুইটি কুইক রেসপন্স টিম ও নিয়োজিত থাকবে।”
“১২টি হটস্পটের বিশেষ টিমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও সড়কের জনপদ বিভাগের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, হাইওয়ে এবং জেলা পুলিশের সদস্য, রোভার স্কাউট এবং পরিবহন মালিক শ্রমিকের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।”
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদের আগে যানজটের আশঙ্কা ছাড়াও ছিনতাই ডাকাতের ঘটনায় নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে যাত্রীয় চালকরা।
এ বিষয়ে কুমিল্লা রিজিয়ন হাইওয়ের পুলিশ সুপার মো. খায়রুল আলম বলেন, “রাতের মহাসড়ক পাহারায় হাইওয়ে পুলিশ রাত জেগে ডিউটি দিচ্ছে।”