মাগুরার চার থানায় বিএনপির ২০ নেতা-কর্মী গ্রেপ্তার

পুলিশ বলছে, গ্রেপ্তাররা নিয়মিত মামলার আসামি।

মাগুরা প্রতিনিধি
Published : 8 Dec 2022, 01:53 PM
Updated : 8 Dec 2022, 01:53 PM

মাগুরার চার থানায় বিএনপির ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে শালিথা থানা পুলিশের হাতে ৯ জন, সদরে ৫ জন, শ্রীপুর ও মহম্মদপুরে ৩ জন করে বিএনপি নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন জানিয়ে সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ কর্মকর্তারা বলেন, এরা সবাই নিয়মিত মামলার আসামি।

তবে ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে সরকারের নির্দেশে নেতা-কর্মীদের হয়রানী করা হচ্ছে বলে স্থানীয় নেতাদের অভিযোগ।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুজ্জামান শামীমসহ গত এক সপ্তাহে পুলিশ বিএনপির প্রায় অর্ধশত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, গ্রেপ্তার আতংকে অনেক নেতা-কর্মী বাড়ি ছেড়েছেন। তবে সরকার পুলিশ দিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে পার পাবে না।

“১০ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে গণবিস্ফোরণের মধ্যে দিয়ে এ সরকারের পতন হবে।”