সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একাধিক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানায় বিজিবি।
Published : 24 Dec 2024, 07:28 PM
সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা তিন কোটি ৩৫ লাখ টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একাধিক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান বিজিবি সিলেট-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি জানায়, সীমান্তবর্তী বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপির জোয়ানরা চোরাচালানবিরোধী অভিযান চালায়।
অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা বিপুল পরিমাণ শাড়ি, থানকাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্রিম, জিরা, চিনি, ওষুধ, আপেল, কমলা ও বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন জব্দ করা হয়।
জব্দ করা এসব পণ্যের বাজার মূল্য তিন কোটি ৩৫ লাখ আট হাজার ৮৯০ টাকা বলে জানান লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতে ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পণ্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।