পুলিশ জানায়, আব্দুস সবুর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।
Published : 08 Mar 2025, 02:43 PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুরকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে ময়মনসিংহ শহরের জিলা স্কুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুস সবুর নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।
ওসি শফিকুল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সবুরের গ্রেপ্তার করা হয়েছে।”
কোতোয়ালী থানায় দায়ের করা বিষ্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।