“১০ বছর আগে তিনি বাইপাস করেছিলেন। এছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে।”
Published : 25 Aug 2024, 09:30 PM
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করেছে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার সন্ধ্যার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, তার চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিশির চক্রবর্ত্তীকে সভাপতি করে আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
তিনি বলেন, “বোর্ড সদস্যরা সকালে শামসুদ্দিন মানিকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন। বর্তমানে আগের চেয়ে অবস্থা ভালো। সব ঠিকঠাক থাকলে দুই-চার দিনের মধ্যে ছেড়ে দেওয়া যাবে।’’
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় বিচারপতি মানিককে আটক করে বিজিবি। শনিবার বিকালে আদালতে তোলার সময় আলোচিত এই বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতাকে ডিম ও জুতা নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবেক এ বিচারপতিকে আদালতে তোলার সময় সিঁড়িতে ওঠার আগে কয়েকজন যুবক কিল, ঘুষি ও পিছন থেকে টেনে ধরে আঘাত করেন। এ সময় তার কাপড়ে রক্তের দাগও দেখা গেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককের অণ্ডকোষে অস্ত্রোপচার হয় ওসমানী হাসপাতালে।
শামসুদ্দিন চৌধুরীর যে অস্ত্রোপচার হয়েছে; সেই আঘাতটি ‘নতুন’। এর বাইরে বড় ধরনের জখম তার শরীরে ছিল না জানিয়েছেন মেডিকেল বোর্ডের এক সদস্য।
ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন-রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আশিকুর রহমান মজুমদার, অ্যান্ড্রোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. শাহ ইমরান, কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. মোখলেছুর রহমান, সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ খালেদ মাহমুদ, অ্যানেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক মো. খায়রুল বাশার, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও প্যাথলজি বিভাগের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ ক্লিনিক্যাল প্যাথলজিস্ট কান্তা নারায়ণ চক্রবর্তী।
মেডিকেল বোর্ডের সভাপতি অধ্যাপক শিশির চক্রবর্ত্তী সাংবাদিকদের বলেন, “আমরা দেখেছি। মূলত বিচারপতি মানিকের হার্টে সমস্যা আছে। ১০ বছর আগে তিনি বাইপাস করেছিলেন। এছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে। এখন তিনি ভালো আছেন।’’