বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী ইফতারুল ইসলাম মামুন ভোট শুরুর পর আবিষ্কার করেন, তার বরাদ্দ পাওয়া আইসক্রিম প্রতীকের সঙ্গে ব্যালটের ছবির কোনো মিল নেই।
Published : 29 May 2024, 12:09 PM
বরাদ্দ করা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে ছাপানো প্রতীকের মিল না থাকায় বগুড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের ভোট স্থগিত করা হয়েছে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, বুধবার সকালে ভোট শুরুর পর গড়মিল ধরা পড়ায় কমিশন এ সিদ্ধান্ত নেয়।
“সাধারণ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী প্রতীক ভুল হওয়ায় এ পদের ভোট স্থগিত করা হয়েছে। চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের ভোট চলছে।”
দেশের আরো ৮৬ উপজেলার সঙ্গে বগুড়া সদরেও সকাল ৮টায় ভোট শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন অভিযোগ তোলেন, তার বরাদ্দ পাওয়া প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে ছাপানো প্রতীকের মিল নেই।
‘আইসক্রিম’ প্রতীকের এই প্রার্থী বলেন, “আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেওয়া হয়৷ সেই প্রতীক নিয়েই আমি প্রচার চালাই। আজ ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে বরাদ্দ প্রতীকের সাথে মিল নেই।
“সেখানে ফুলের মত দেখতে কোন আইসক্রিম দেওয়া হয়েছে। ভোটাররা আমার প্রতীক চিনতে পারছে না।”
ইফতারুল ইসলাম মামুন বলেন, “আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোন করেছিলাম। তিনি এখন আমাকে ফেইসবুকে প্রচার চালাতে বলছেন। আমি তো নিরুপায়। আমি কোথায় কী করব বুঝতেও পারছি না।”
এই প্রার্থীর অভিযোগ পাওয়ার পর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের ভোট স্থগিত করা হয় বলে জানান জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামও ভোট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে কথা বলতে বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদকে ফোন করা হলেও তিনি ধরেননি।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান বলেছেন, ভোট শেষে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি।