Published : 05 Jan 2025, 01:52 AM
গাজীপুরের কোনাবাড়ীতে ব্রিস্টল ফার্মায় ড্রাম বিস্ফোরণে দ্বগ্ধ একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাজধানীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অব্সথায় জুনায়েদ হোসেন হৃদয় (১৭) এ তরুণের মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, শনিবার ভোরে তার মৃত্যু হয়।
গত ২৮ ডিসেম্বর বিকালে কোনাবাড়ীর বিসিক শিল্প এলাকার ব্রিস্টল ফার্মা লিমিটডের কারখানায় একটি কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে চারজন দ্বগ্ধ হন।
কারখানার দগ্ধ এ চার শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এখন চিকিৎসাধীন রয়েছেন কোনাবাড়ীর হরিণাচালা এলাকার রেদোয়ান আহমেদ (২৫), বাইমাইল এলাকার খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)।
কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ওই চার শ্রমিক ওজু করতে যান। এ সময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশে রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরিত হয়। এতে ওই চার শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন।