সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
Published : 11 Jun 2023, 06:51 PM
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নগরীজুড়ে ভোটের আমেজ, শেষ মুহূর্তে ভোটাররা মিলিয়ে নিচ্ছেন নিজ নিজ কেন্দ্র।
এবারের নির্বাচনের সাত মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ভোটার হয়েছেন নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের তার পৈত্রিক নিবাস সেরনিয়াবাত ভবনের ঠিকানায়।
তার একান্ত সহকারী মো. রুবেল জানিয়েছেন, সকাল ৯টায় বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিতে যাবেন খোকন সেরনিয়াবাত।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপসের ভোটকেন্দ্র নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোডের সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ আলিম মাদ্রাসা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া কমিটির সদস্য কে এম শরীয়তুল্লাহ জানিয়েছেন, হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ২৪ নম্বর ওয়ার্ডের ভোটার। তিনি ওই ওয়ার্ডের রূপাতলী হাউজিং আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাবেন সকাল ৮টায়।
গোলাপ ফুল প্রতীক নিয়ে মাঠে থাকা জাকের পার্টির মেয়র পদপ্রার্থী মো. মিজানুর রহমান বাচ্চু ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
এ ছাড়া টেবিলঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন কালুশাহ সড়কের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, হরিণ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর ইস্কান্দার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সদর রোডের সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
বরিশাল সিটিতে ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮। মোট প্রার্থী হয়েছেন ১৬৭ জন, যার মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন।