পুলিশ জানায়, তিনি বাড়ির কাছে চিংড়ি মাছের ঘেরে অবস্থান করছিলেন।
Published : 05 Jul 2024, 11:24 AM
সাতক্ষীরায় শ্যামনগর উপজেলায় এক কৃষক লীগ নেতাকে চিংড়ি মাছের ঘেরের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরার শ্যামনগর থানার এসআই সরল কুমার বিশ্বাস জানান।
এসআই বলেন, “গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কাশেম কাগুজী বাড়ির কাছে চিংড়ি মাছের ঘেরে অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
“পরে ঘেরের কর্মচারীদের কাছে খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ সেখানে যায়।”
নিহত ৪৫ বছর বয়সী কাশেম ওই এলাকার নেছার আলী কাগুজীর ছেলে এবং গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছিলেন। তার লাশ উদ্ধার করে সাতক্ষীরায় ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
কাশেমের ছেলে আবু হুরাইরা বলেন, “বাবা অত্যন্ত নিরীহ প্রকৃতির ছিলেন। তাকে যারা হত্যা করেছে সেসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।”
শ্যামনগর উপজেলা কৃষক লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম খোকন বলছিলেন, কাশেম তার প্রতিবেশি সংগঠন ও দলের নিবেদিত নেতা ছিলেন। রাতের কোনো এক সময়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা দায়ের এবং কাউকে আটক করা হয়নি বলে এসআই সরল বিশ্বাস জানান।