সরকারের কাছ থেকে লিজ নেওয়া চরের জমির দখল নিতে গিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
Published : 25 Apr 2025, 06:06 PM
পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মায় জেগে ওঠা চরের জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের লক্ষীকুণ্ডা ডিগ্রির চরে এ ঘটনা ঘটে বলে জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী-সার্কেল) প্রণব কুমার সরকার।
গুলিবিদ্ধরা হলেন- উপজেলার চরকুরুলিয়া গ্রামের আকাত আলীর ছেলে পিল্লু (২৫), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (২৬), আতিয়ারের ছেলে আসিফ (২০), চরগড়গড়ি গ্রামের হাবিবুল ইসলামের ছেলে সোয়াইল (২৪) এবং আলম (২৭)। তারা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাকি আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, সকালে চরগরগড়ি গ্রামের বাসিন্দা রিকাত আলী শেখ ও তার স্বজন এবং এলাকাবাসীকে নিয়ে সরকারের কাছ থেকে লিজ নেওয়া চরের জমি নিজেদের দখলে নিতে যান।
সেখানে যাওয়া মাত্রই পার্শ্ববর্তী কুষ্টিয়া সদর উজেলার জেলার মকুল মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে গুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আরও ১০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
রিকাত আলী শেখ বলেন, “দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা মুকুল মেম্বার ও তরিকুল মেম্বাররা চরের জমি অবৈধভাবে চাষাবাদ করে আসছিলেন। আমরা লিজ নেওয়ার পরও জমিতে যেতে পারতাম না। রাজনৈতিক পট পরিবর্তনের পর মুকুল মেম্বার ও তার লোকজন চরাঞ্চলে আত্মগোপনে থেকে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন।
“তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। মুকুল বাহিনীর লোকজন আমাদের একটি মোটরসাইকেল নিয়ে গেছে। এ ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
তবে এ বিষয়ে মুকুল মেম্বার কিংবা তার পক্ষের কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
লক্ষীকুণ্ডা নৌ-পুলিশ পুলিশ ফাড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে চরের পরিবেশ শান্ত রয়েছে।