১৪ জানুয়ারি পঞ্চগড়ের আটোয়ারীতে রেললাইনে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ওই যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান পুলিশ সুপার।
Published : 10 Mar 2025, 09:43 PM
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একটি বাড়িতে ইজিবাইক চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবকের মোবাইল ফোন ঘেঁটে পাওয়া গেছে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা তথ্য; যাকে ৫৪ দিন আগে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।
এর আগে শনিবার রাতে উপজেলার রাধানগর এলাকার তাহিরুল ইসলামের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশে দেয় জনতা।
আটক রিফাত বিন সাজ্জাদ (২৩) পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রামের বাসিন্দা। তবে অজ্ঞাত ওই তরুণীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আটক রিফাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার মোবাইল ফোন ঘেঁটে পাওয়া তথ্যের বরাতে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “একতা এক্সপ্রেস ট্রেনে ওই তরুণীর সঙ্গে রিফাতের পরিচয় হয়। এরপর তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ধর্ষণ করেন রিফাত। পরে ওই তরুণীর মাথায় ইট দিয়ে আহত করে অস্ত্র দিয়ে গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে হত্যা নিশ্চিত করে লাশ রেললাইনে ফেলে দেন তিনি। জিজ্ঞাসাবাদে রিফাত এমন নৃশংস হত্যার বর্ণনা দিয়েছেন।”
ঘটনাটি ‘ক্রাইম থ্রিলার’ এর মতো মন্তব্য করে তিনি বলেন, ১৪ জানুয়ারি আটোয়ারী উপজেলার কিসমত এলাকায় রেললাইনে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। তবে এ ঘটনার কোনো রহস্য উদঘাটন করতে পারছিল না পুলিশ। পরে থানায় অপমৃত্যুর মামলা হয়।
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে ঠাকুরগাঁয়ের ভুল্লী এলাকার এক ব্যক্তি তাদের মেয়ে মনে করে ওই তরুণীর লাশ গ্রহণ করে দাফন করেন। আর আগে ওই ব্যক্তি তার ১৭ বছরের মেয়ে নিখোঁজ ও অপহরণের ঘটনায় ভুল্লী থানায় মামলা করেন।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, রিফাতের বিরুদ্ধে আটোয়ারী থানায় ধর্ষণের পর হত্যা ও চুরির দুটি মামলা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতে আসামি ১৬৪ ধারায় ওই তরুণীকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি।