“বাজারটি যেন আবারও দখল না হয়, এজন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে।”
Published : 08 Nov 2024, 08:34 PM
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমির অবৈধভাবে নির্মিত দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসন, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে এই অভিযান চলে।
অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন, সওজ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা, ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার, বুড়িচং থানার ওসি আজিজুল হক এবং সেনাবাহিনীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন বলেন, “আমরা আজকে পুরো বাজারটি দখলমুক্ত করেছি। বাজারটি যেন আবারও দখল না হয়, এজন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে। এতে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং এই বাজার থেকে যানজট দূর হবে।”
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বৃহৎ কাঁচাবাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারটিতে প্রতিযোগিতা করে সওজের অধিগ্রহণ করা জমি দখল করা হয়েছিল। স্থানীয়ভাবে প্রভাবশালীরা পুরো বাজারটি দখল করে দোকানঘর নির্মাণ করেছিলেন।
সওজের সম্পত্তিতে দোকান তুলে পুরো বাজার থেকে প্রভাবশালী সিন্ডিকেটটি মাসে প্রায় ২০ লাখ টাকা ভাড়া তুলতেন। বছরের পর বছর ধরে এই অবস্থা চলার পর শুক্রবার তিনটি ভেকু মেশিন দিয়ে পুরো বাজারে উচ্ছেদ অভিযান চলানো হয়। অভিযানের পর পুরো বাজারটি দখল মুক্ত হয়।
বাজারটি ফের যেন দখল না হয়, সেদিকে লক্ষ্য রাখার দাবি জানিয়েছেন তারা।
সওজ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা বলেন, “আবার কেউ সওজের সম্পত্তি দখলের চেষ্টা করলে আমরা কঠোর ব্যবস্থা নেব। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।”
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দখলের কারণে মহাসড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হতো। বাজারটি দখলমুক্ত হওয়ায় যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।