বাতিল হওয়া প্রার্থীরা মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনের কাছে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা ।
Published : 04 Dec 2023, 04:41 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের শেষ দিনে কুষ্টিয়ার চার আসনে সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফসহ ১৭ জনকে বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
সোমবার বেলা ১১টায় যাচাই-বাছাই শেষে কুষ্টিয়ার চার আসনে ৪৬ জন প্রার্থীর মধ্যে ১৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এখানে ১৩ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে চারবারের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে ১০ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টিসহ চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
অন্যদিকে, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তিনিসহ এই আসনে তিনজনের প্রার্থিতা বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, “ঋণ খেলাপি, আয়কর রিটার্ন দাখিল, লাভজনক চাকরিসহ বিভিন্ন সমস্যা থাকায় বেশ কয়েকজন প্রার্থিতা বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ সমর্থকের তথ্য সঠিক না থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল হয়েছে।
প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রার্থীরা মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনের কাছে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে পারবেন বলে জানান এই রিটার্নিং কর্মকর্তা।