বরিশাল বিভাগে ডেঙ্গুতে দুই নারীসহ চারজনের মৃত্যু 

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ১৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 11:44 AM
Updated : 15 Nov 2023, 11:44 AM

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে।

বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।

মৃতরা হলেন- বরিশালের সদর উপজেলার পারুল বেগম (৩৫), পিরোজপুরের নেছারবাদ উপজেলার লুৎফা বেগম (৫০), বানারীপাড়া উপজেলার মো. ইমন (২২) ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আলতাফ হোসেন (৬০)।

স্বাস্থ্য পরিচালক বলেন, চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন মারা গেছেন।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ১৬৬ জন রোগী ভর্তি হয়েছেন বলে শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৫৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৪০ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে; এ ছাড়া সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৮৯৭ জন রোগী।