সাগরিকা ‘দিনের আলো হিজড়া সংঘ’র সাধারণ সম্পাদক; নগরীর শাহ মখদুম থানাধীন শিল্পীপাড়ার বাসিন্দা।
Published : 23 Jun 2023, 12:10 AM
রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা।
গত বুধবার নির্বাচনে রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর জোন (১৯, ২০, ২১ নম্বর ওয়ার্ড) থেকে আনারস প্রতীকে ৬ হাজার ২৬৩ ভোট পেয়ে তিনি কাউন্সিলর নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. নাজমা খাতুন হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৭ ভোট।
বুধবার রাতে শিল্পকলা একাডেমিতে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন।
সাগরিকা নগরীর শাহ মখদুম থানার শিল্পীপাড়া এলাকার বাসিন্দা। হিজড়া বলে নবম শ্রেণিতে ওঠার পর আর বিদ্যালয়ে টিকতে পারেননি সুলতানা। আগের ক্লাসগুলোও পার করেছেন নানা সমস্যার মধ্যে। শেষ পর্যন্ত বাড়িও ছাড়তে হয় তাকে।
তিনি ‘দিনের আলো হিজড়া সংঘ’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাগরিকা বলেন, “নির্বাচনে আমার কোনো নেতাকর্মী ছিল না। আমি একাই মানুষের কাছে গেছি। তারা আমাকে পাশে নিয়েছেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমার নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করতে কাজ করব।”
হিজড়াদের উদ্যোক্ত হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান উল্লেখ করে তিনি বলেন, “এছাড়াও ওয়ার্ডে গরিব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দেওয়া ও ২৪ ঘণ্টা সেবার জন্য হটলাইন নম্বর খোলা হবে আমার অন্যতম কাজ।”
তিনি আরও বলেন, “আমার এলাকায় গরিব মানুষ বেশি। তাই আমি মেয়রের কাছে বিশেষ বরাদ্দ চাইব। জনগণের দ্বারে দ্বারে গিয়ে সেবা দেব।”
সাগরিকা বলেন, “আমি বলেছি তিনটি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলরের কার্যালয় করব। আগে কোনো কার্যালয়ই ছিল না। এই কার্যালয় করার ফলে মানুষ খুব কাছ থেকে আমাকে পাবেন। এটা আমার তিন ওয়ার্ডের মানুষের কথা বলার একটা প্ল্যাটফর্ম হবে।”
তিনি বলেন, নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর একটা পক্ষ বলতে থাকে যে হিজড়াকে ভোট দিয়ে নির্বাচিত করলে তারা মানুষের ওপর আরও বেশি অত্যাচার করবেন; এমন প্রচারণা চালানো হয়েছে। তবে মানুষ তাতে কান দেয়নি।
সাগরিকা বলেন, “আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে খুব সহজে বলা যায় যে তারা অত্যাচারী; কিন্তু আমাদেরও তো পেট আছে। সেই পেট চালানোর জন্য কর্মসংস্থানের প্রয়োজন। সেটা আগে ছিল না। আগে কেউ কাজও দিতে চাইত না।”