শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোর মতো বৃহস্পতিবারও সশরীরে ক্লাস ও দাপ্তরিক হবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী জানান, আগামী ১৯ জানুয়ারি থেকে বৃহস্পতিবারও শ্রেণির কাজ ও দাপ্তরিক কাজ চলবে।
সরকারের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনায় গত অগাস্ট থেকে সপ্তাহের বৃহস্পতিবার অনলাইনে ক্লাস ও দাপ্তরিক কাজের সিদ্ধান্ত নিয়েছিল শাবি কর্তৃপক্ষ। এ ছাড়া এদিন বিশ্ববিদ্যালয়ে সকল পরিবহনও বন্ধ থাকত।
ইউনুস আলী বলেন, "সার্বিক বিষয় পর্যালোচনা করে আগামী ১৯ জানুয়ারি থেকে বৃহস্পতিবারসহ সপ্তাহের সকল কার্যদিবসে যথারীতি সশরীরে ক্লাস ও অফিস খোলা থাকবে।"
একইভাবে সপ্তাহের অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারেও পরিবহন সুবিধা যথারীতি চালু থাকবে বলে তিনি জানান।
তবে প্রতিটি বিভাগ ও দপ্তরকে বিদ্যুৎ সাশ্রয়ের সর্বোচ্চ ব্যবস্থা করতে বলা হয়েছে বলে জানান উপ-রেজিস্ট্রার।