সজীব মঙ্গলবার অতিরিক্ত মাদক সেবন করে লাঙ্গলবাঁধ গিয়ে মাতলামী করতে থাকে। পরে পুলিশ তাকে ধরে পরিবারের কাছে হস্তান্তর করে।
Published : 29 Jun 2023, 02:52 PM
ঝিনাইদহের শৈলকুপায় এক বৃদ্ধাকে তার ‘মাদকাসক্ত’ নাতি কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নাতিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে শৈলকুপা উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম।
নিহত রিজিয়া বেগম সাজু (৬০) মৃত মসলেম উদ্দিনের স্ত্রী। তার নাতি সজীব মির। আবাইপুর বাজারে একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকান আছে সজীবের।
ওসি আমিনুল জানান, মাদকাসক্ত সজীব মঙ্গলবার অতিরিক্ত মাদক সেবনে মাতাল হয়ে পড়ে। এ অবস্থায় লাঙ্গলবাঁধ গিয়ে মাতলামী করতে থাকে। পরে পুলিশ তাকে ধরে পরিবারের কাছে হস্তান্তর করে।
“কিন্তু বাড়ি ফিরে সজীবের মাতলামী আরও বেড়ে যায়, বেসামাল হয়ে ভাংচুর করতে থাকে। বুধবার সকালে তার মাকেও মারধর করে সজীব। পরে প্রতিবেশিরা তাকে ধরে বেঁধে রাখে।”
প্রতিবেশী ও স্বজনদের বরাতে ওসি আরও জানান, “বৃহস্পতিবার ভোরে বাঁধন খুলে সজীব তার দাদীর ঘরে হানা দেয় এবং দাদীকে কুপিয়ে হত্যা করে। চেঁচামেচি শুনে গ্রামবাসী এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়।”
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং সজীব মিরকে থানায় নিয়ে আসে।
এদিকে ওই বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে কোনো লোক নেই। শুধু শোকে নিথর হয়ে দাঁড়িয়ে আছেন নিহতের ছেলের বৌ।
তবে এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি।