এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার।
Published : 01 Nov 2023, 07:32 PM
বিএনপি-জামায়াতে ইসলামীর ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন পাবনার ঈশ্বরদীতে কলকাতা-ঢাকা পথে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ‘হাতবোমা’ নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদীর লোকোশেড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।
তিনি বলেন, মৈত্রী এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে লোকোশেড অতিক্রম করে। এ সময় ট্রেনের ৭২১৯ কোচে ঢিল ছুড়ে দুর্বৃত্তরা। এতে জানালার দুটি গ্লাস ভেঙে গেছে।
এ সময় দ্রুত ট্রেনটি ঢাকার দিয়ে চলে যায়; তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
পাকশী রেলওয়ে জোনের পুলিশ সুপার সাহাবউদ্দীন বলেন, ট্রেন চলে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি হাতবোমা ও একটি পেট্রোল বোমার বোতল জব্দ করা হয়েছে।
এ ঘটনার পর থেকে ঈশ্বরদী জংশনের নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।
তিনি বলেন, “বিএনপি-জামায়াতের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা দিতে আমরা নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছি। মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”